ওবামার ক্ষমতা অপব্যবহারের তদন্ত চায় হোয়াইট হাউস


প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৫ মার্চ ২০১৭

যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় ওবামা প্রশাসন ক্ষমতার অপব্যবহার করেছিল কি না, মার্কিন কংগ্রেসকে তা পরীক্ষা করে দেখতে বলেছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ।

এর আগে শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যে নির্বাচনের ঠিক আগে আগে ওবামা তার ফোনে আড়ি পেতেছিলেন।তবে এর পক্ষে কোন প্রমাণ দেননি তিনি। খবর বিবিসি।

হোয়াইট হাউস জানিয়েছে, এ ব্যাপারে যেসব তথ্য জানা গেছে তা খুবই উদ্বেগজনক। তবে সাবেক প্রেসিডেন্ট ওবামার এক মুখপাত্র জানান, তিনি কখনো কোন মার্কিন নাগরিকের ওপর নজরদারির নির্দেশ দেননি।

মার্কিন আইনে শুধু মাত্র বিদেশি শক্তির সঙ্গে  জড়িত এজেন্টের ক্ষেত্রেই ফোনে আড়িপাতার অনুমোদন দেয়া যায়।

 এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।