৯ আরোহী নিয়ে জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত
পর্বতে উদ্ধার অভিযানের মহড়া চালানোর সময় স্থানীয় ৯ কর্মকর্তাসহ জাপানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রোববারের এ দুর্ঘটনায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে বলছে, সেন্ট্রাল জাপানের নাগানো পর্বত এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারের যাত্রীদের উদ্ধারে পুলিশের একটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।
দেশটির ফায়ার ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা এএফপিকে বলেন, আমরা শুনেছি তিনজন হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়েছেন। তবে বাকি ছয়জনকে এখনো পাওয়া যায়নি।
হাসপাতালে দেহগুলো পরীক্ষা না করা পর্যন্ত জাপানের কর্মকর্তারা নিহতের তথ্য নিশ্চিত করতে রাজি হননি।
কর্মকর্তারা বলছেন, স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা নিখোঁজ ছয়জনের সন্ধানে তল্লাশি শুরু করেছে।
এসআইএস/জেআইএম