চেন্নাইয়ের কাছে ১ রানে হার দিল্লি ডেয়ারডেভিলসের


প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

ঘরের মাঠে উত্তেজনাপূর্ণ ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ১ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রান করে স্বাগতিক দল। 

সর্বোচ্চ ৩৪ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ। ত্রিশের ঘরে গিয়ে ফিরে যান ফাফ দু প্লেসি (৩২) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৩০)। এই তিনজন ছাড়া আর কেউ ভালো করতে না পারায় সংগ্রহ আরো বড় হয়নি চেন্নাইয়ের।

দিল্লির নাথান কোল্টার-নাইল ৩০ রানে নেন ৩ উইকেট। জবাবে ৯ উইকেটে ১৪৯ রানে থেমে যায় দিল্লির ইনিংস। 

চেন্নাইয়ের সফলতম বোলার আশীষ নেহরার তোপে ৩৯ রানে তিন উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি দিল্লির। ২৫ রানে তিন উইকেট নেন বাঁহাতি পেসার নেহরা। দলকে ৪ উইকেটে ৯৯ রানে পৌঁছে দেন মরকেল। তবে এরপরই যুবরাজ সিং ও জেপি ডুমিনির দ্রুত বিদায়ে আবার দিক হারায় দিল্লি। তবে জয়ের স্বপ্ন টিকে ছিল মরকেলের ব্যাটে।

জয়ের জন্য শেষ বলে ছয় রান প্রয়োজন ছিল অতিথিদের। ডোয়াইন ব্র্যাভোর বলে মরকেল চার হাঁকানোয় ১ রানের জয় পায় চেন্নাই।

৭৩ রানে অপরাজিত থাকেন মরকেল। তার ৫৫ বলের ইনিংসটি ৮টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।