তুর্কি সীমান্তে সিরিয়ার সামরিক বিমান বিধ্বস্ত


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৫ মার্চ ২০১৭

সিরিয়া-তুর্কি সীমান্তে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে শনিবার বিধ্বস্ত হওয়া ওই বিমানটি সিরীয় বাহিনীর।

হাতাই প্রদেশের গভর্নর এরদাল এতা রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, এটি ছিল একটি সামরিক বিমান। তবে আকাশসীমা লঙ্ঘন করা হয়নি এবং তুর্কি বাহিনীও এতে কোনো হস্তক্ষেপ করেনি। বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যেই উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। দোগান নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, বিমান বিধ্বস্তের কারণ স্পষ্ট নয়। সম্ভবত আবহাওয়ার কারণে এমনটা ঘটে থাকতে পারে। তবে বিধ্বস্ত হওয়া বিমানের পাইলটের খোঁজে তল্লাশি চলছে। তিনি বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই প্যারাস্যুট দিয়ে জরুরি অবতরণ করেছেন বলে মনে করা হচ্ছে।

সিরিয়ার সরকারবিরোধী একটি ইসলামপন্থী গোষ্ঠীর দাবি, বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।