সব নারী ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার প্রথম যাত্রা


প্রকাশিত: ০৭:০৯ এএম, ০৫ মার্চ ২০১৭

সব নারী ক্রু নিয়ে প্রথম যাত্রা করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, এই প্রথম শুধুমাত্র নারী ক্রুদের নিয়ে একটি যাত্রীবাহী বিমান যাত্রা করেছে।

এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি সোমবার নয়াদিল্লি থেকে সানফ্রান্সিসকোর উদ্দেশে যাত্রা করে। পরে শুক্রবার বিমানটি দিল্লিতে ফিরে আসে।
 
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা এই যাত্রার মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আবেদন করেছে।

Air-India

সংস্থাটি জানিয়েছে, চেক ইন, এয়ার ট্রাফিক কন্ট্রোলারসহ বিমানের সব দায়িত্বেই সেদিন শুধুমাত্র নারীরাই ছিলেন। তারা আরো জানিয়েছে, প্রতি বছর ৮ মার্চ নারী দিবস উপলক্ষে তারা আরো কিছু ফ্লাইট পরিচালনা করবে।

চলতি বছরের জানুয়ারিতে সংস্থাটি নারীদের জন্য আলাদা আসনের ব্যবস্থা করেছে। অন্য যাত্রীদের দ্বারা হেনস্তা বা হয়রানির শিকার হওয়ার পর বেশ কিছু নারীর অভিযোগের ভিত্তিতেই এই বিশেষ ব্যবস্থা নেয়া হয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।