উ. কোরিয়ার রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে মালয়েশিয়া ছাড়ার নির্দেশ


প্রকাশিত: ০৬:০৮ এএম, ০৫ মার্চ ২০১৭

উত্তর কোরিয়ার এক রাষ্ট্রদূতকে মালয়েশিয়া ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ভাই কিম জং ন্যামের মৃত্যুর ঘটনার তদন্তের অংশ হিসেবে উত্তর কোরিয়ার ওই রাষ্ট্রদূতকে তলব করা হয়। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে মালয়েশিয়া ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী আনিফা আমান জানিয়েছেন, ক্যাং চোল নামের ওই রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় আমন্ত্রণ জানায়। কিন্তু ওই একই দিনে তিনি একটি বৈঠকেও হাজির হতে পারেননি। এর পরেই তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়।

শনিবার সন্ধ্যায় ওই রাষ্ট্রদূতকে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আনিফা। এতে উত্তর কোরিয়াকে জানানো হয়েছে, ক্যাংকে ৪৮ ঘণ্টার মধ্যেই মালয়েশিয়া ছাড়তে হবে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।