জম্মু-কাশ্মিরে গোলাগুলিতে নিহত ২
আবারো গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু–কাশ্মির। শনিবার রাতে কাশ্মিরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলি শুরু হয় সেনাবাহিনীর।
লড়াইয়ে এক সেনাসদস্য আহত হয়েছিলেন। পরে রোববার সকালে তার মৃত্যু হয়। সেনাবাহিনীর পাল্টা গুলিতে এক জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছেন সেনাবাহিনীর আরো তিন সদস্য।
শনিবার রাতে পুলওয়ামা জেলার ট্রল এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। জঙ্গিদের খোঁজে পুরো এলাকায় তল্লাশি শুরু করে সেনারা।
তল্লাশি অভিযানের সময় সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। সেনারাও পাল্টা জবাব দেয়। দীর্ঘ ১৩ ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে।
টিটিএন/এমএস