চরমপন্থী নেতা আবুল কাশেম গ্রেফতার


প্রকাশিত: ১১:৪০ এএম, ২১ আগস্ট ২০১৪

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া থেকে চরমপন্থী নেতা আবুল কাশেম ওরফে বুদোকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সাটার গান, রাইফেলের ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হুদাপাড়ার পাকা রাস্তা থেকে আবুল কাশেম ওরফে বুদোকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

আবুল কাশেম বুদো নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপহরণসহ চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় অর্ধডজন মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।