আসামির গুলিতে বিচারকসহ নিহত ২
আদালতে বিচার চলার সময় আসামির গুলিতে বিচারকসহ অন্তত দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইতালির মিলান শহরের আপলি আদালতে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছ। খবর বিবিসি।
খবরে বলা হয়, ব্যাংক ঋণ পরিশোধ না করায় অভিযুক্ত এক ব্যক্তির বিচার হচ্ছিল ওই আদালতে। অভিযুক্ত ওই ব্যক্তিই বিচার চলাকালে আকস্মিকভাবে গুলি চালালে ঘটনাস্থলেই তারা মারা যান।
এদিকে আদালতটির চেয়ারম্যান জিওভানি ক্যানজিও বলেছেন, একের অধিক মানুষ বন্দুকধারী আসামির হামলায় নিহত হয়েছেন। তাৎক্ষণিক তদন্তে পুলিশ জানায়, মামলার সাক্ষীরাই হতাহতের শিকার হয়েছেন।
এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত আদালতের ভেতরেই ছিলেন হামলাকারী। তাকে আটক করতে পুলিশ আদালতের ওই ভবনটি সিলগালা করেছেন।
এএইচ/বিএ/আরআই