পশ্চিমবঙ্গে নতুন স্বাস্থ্য বিল পাস


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০৪ মার্চ ২০১৭

নানা অভিযোগের মুখে ভারতের পশ্চিমবঙ্গে ৩০ নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে।

শুক্রবার কলকাতায় বিধানসভা অধিবেশনে নতুন স্বাস্থ্য বিল পাস হওয়ার দিনে এ  কথা জানিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

নতুন স্বাস্থ্যবিলে গাফিলতির কারণে মৃত্যু হলে ন্যূনতম ১০ লাখ রুপি ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। এছাড়া আইন ভাঙলে সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানা এবং আইনের শর্ত না মানলে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত জেল হতে পারে।

বলা হচ্ছে, এই বিলের ফলে রোগী ও তার পরিবারের অধিকার রক্ষা পাবে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।