ক্ষতিপূরণের আশায় গণবিয়ে বিচ্ছেদ চীনের এক গ্রামে


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০৪ মার্চ ২০১৭
ফাইল ছবি

চীনের পূর্বাঞ্চলের একটি গ্রামের ১৬০টির বেশি জুটি এক সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। বাড়ি থেকে উচ্ছেদের ক্ষতিপূরণ হিসেবে বেশি অর্থ পাওয়ার লোভেই বিচ্ছেদের এই সিদ্ধান্ত তাদের। বিবিসি।

চীনের জিয়ানসু রাজ্যের জিয়াংবেই নামে একটি গ্রামকে ‘হাই-টেক ডেভলপমেন্ট জোনে’ পরিণত করতে সেখান থেকে বাসিন্দাদের উচ্ছেদ করা হচ্ছে।

ওই গ্রামের অনেকে এক সময় অনুধাবন করেন, তারা যদি বিচ্ছেদ নেন তাহলে দুটি বাড়ির জন্য আবেদন করতে পারবেন এবং অন্তত ১৯ হাজার মার্কিন ডলার অতিরিক্ত ক্ষতিপূরণ পাবেন।      

এদের কারো কারো বয়স ৮০ বছরেরও বেশি এবং বিচ্ছেদের পরও তারা একসঙ্গেই থাকবেন।  

কয়েক প্রজন্ম ধরেই যেসব পরিবার ওই গ্রামে বাস করছেন তাদের এখন সরকারের দেয়া নতুন জায়গায় চলে যাওয়া ছাড়া আর উপায় নেই।

প্রত্যেক জুটির ২২০ বর্গ মিটার আয়তনের বাড়ি পাচ্ছেন।

কিন্ত পরে দেখা যায়, তারা যদি আদালত থেকে নিজেদের বিচ্ছেদের প্রমাণ দেখাতে পারেন তবে অতিরিক্ত ৭০ বর্গ মিটার জায়গা পাবেন এবং ক্ষতিপূরণ বাবদ নগদ কিছু টাকাও পাবেন।

ক্ষতিপূরণ পাওয়ার পর কেউ কেউ আবার বিয়ে করবেন বলেও ধারণা করা হচ্ছে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।