পালমিরা পুনর্দখল করেছে সিরীয় বাহিনী


প্রকাশিত: ০৬:২৫ এএম, ০৩ মার্চ ২০১৭

সিরিয়ার ঐতিহাসিক পালমিরা নগরী পুনর্দখল করেছে সিরীয় বাহিনী। শহর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হঠাতে সিরীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে অংশ নিয়েছে রুশ বাহিনী। খবর বিবিসির।

আইএসকে শহর থেকে বিতাড়িত করার পর সেনাবাহিনী এবং সরকার সমর্থিত বিভিন্ন বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। তারা শহরটির ভেতরে প্রবেশ করছে। এ নিয়ে দ্বিতীয়বারের মত আইএস জঙ্গিদের হটিয়ে শহরটির দখল নিল সিরীয় বাহিনী।

Palmyra

এর আগে গত বছরের মার্চে পালমিরা শহরটি আইএসের হাত থেকে পুনর্দখল করা হয়। কিন্তু ডিসেম্বরেই  আবারো আইএস শহরটি দখল করে নেয়। সে সময় শহরের অনেক পুরাতন এবং বিখ্যাত মূর্তি ভেঙ্গে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করে জঙ্গিরা।

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল জাফরি বৃহস্পতিবার পালমিরা শহর পুনর্দখলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জঙ্গি গোষ্ঠীর হাত থেকে পালমিরা এখন স্বাধীন। শহর থেকে জঙ্গিদের তাড়ানোর বিষয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ যে কথা দিয়েছিলেন তা তিনি রেখেছেন।’

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।