কিম হত্যায় আটক এক সন্দেহভাজনকে মুক্তি দেবে মালয়েশিয়া


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০২ মার্চ ২০১৭

ভিসামুক্ত ভ্রমণ চুক্তি বাতিল করলেও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎভাই কিম জং নামকে হত্যায় জড়িত সন্দেহে আটক এক ব্যক্তিকে ছেড়ে দেবে মালয়েশিয়া। ওই হত্যাকাণ্ডে দুই নারীকে অভিযুক্ত করার একদিন পর বৃহস্পতিবার মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল একথা জানান।

গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং-নাম নিহত হওয়ার পর উত্তর কোরিয়ার নাগরিক জং চল প্রায় দুই সপ্তাহ ধরে পুলিশ হেফাজতে বন্দি রয়েছেন।

মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আপান্দি আলী বলেন, রি জং চলকে মুক্তি দেয়া হবে। তাকে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে, অভিযুক্ত করার পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে তাকে ছেড়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক নারী মিলে কিম জং-নামের মুখে ভিএক্স নামে উচ্চমাত্রার বিষাক্ত নার্ভ এজেন্ট (রাসায়নিক অস্ত্র) স্প্রে করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই ঘটনার আগে আসিয়ানভুক্ত পূর্ব এশিয়ার এই দেশ দুটির মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল। ভিসামুক্ত চুক্তির আওতায় তাদের নাগরিকরা ভিসা ছাড়াই একে অন্যের দেশ ভ্রমণ করতে পারতেন। এই চুক্তির আওতায় দ্বিপক্ষীয় বাণিজ্যও ছিল। কিন্তু কিম জং-নামের হত্যার ঘটনায় দেশ দুটির মধ্যে এখন সম্পর্কের চরম অবনতি হয়েছে।

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।