ভিনগ্রহের প্রাণীর দেখা মিলবে দশ বছরের মধ্যে
পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের কাছ থেকে বিভিন্ন সময় দাবি উঠেছে ভিনগ্রহের প্রাণী দেখতে পাওয়ার। এমনকি নাসার কোনও কোনও বিজ্ঞানীও এই দাবি করেছেন। কিন্তু তথ্য-প্রমাণ ছাড়া মানতে নারাজ ছিল বিশ্বের মহাকাশ গবেষণার সবচেয়ে বড় প্রতিষ্ঠান নাসা।
কিন্তু এবার খোদ নাসার প্রধান বিজ্ঞানী অ্যালেন স্টোফান দাবি করলেন, আর বেশি দিন নয়, মাত্র বছর দশেকের মধ্যেই মিলবে ‘অ্যালিয়েন’ এর খোঁজ।
এ নিয়ে নাসা কাজ করছেও বহুদিন যাবৎ। কিন্তু এবার সত্যি আশাবাদী নাসা। ২০-২৫ বছরের মধ্যে ভিনগ্রহবাসীদের সঙ্গে দেখা করিয়ে দিতে পারবেন বলেও মনে করছেন তারা।
স্টোফান বলেন, “আমরা জানি তারা রয়েছে। কোথায় খোঁজ করতে হবে, তা-ও আমরা জানি। এখন শুধু সময়ের অপেক্ষা”।
নাসা তো আর বুজরুকি করার প্রতিষ্ঠান নয়। সুতরাং সায়েন্স ফিকশন অ্যাতোদিনে সত্যি হলো বলে!
এসআরজে