গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার শাস্তি বাড়ল যুক্তরাজ্যে


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০২ মার্চ ২০১৭

গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার শাস্তি বাড়িয়েছে যুক্তরাজ্যে। বুধবার থেকে নতুন এ নিয়ম কার্যকর হয়েছে দেশটিতে। খবর ইন্ডিপেন্ডেন্টের।

নতুন নিয়ম অনুযায়ী, গাড়ি চালানোর সময় হাতে ধরে মোবাইলে কথা বলা অবস্থায় ধরা পড়লে তাদের ২০০ পাউন্ড জরিমানা করা হবে। সেই সঙ্গে তাদের লাইসেন্সে যুক্ত হবে ৬ পয়েন্ট। আগের নিয়মে এসব শাস্তি এর অর্ধেক ছিল।

২০০৩ সালে প্রথম এই শাস্তির নিয়ম চালু হয় যুক্তরাষ্ট্রে। তখন এ শাস্তি ছিল ৩০ পাউন্ড। এরপর ২০০৭ সালে তা দ্বিগুণ করা হয়।

দেশটির পরিবহন বিভাগের হিসেবে, ২০১৪ সালে গাড়ি চালানো সময় ফোনে কথা বলার কারণে ২১টি বড় দুর্ঘটনা ঘটেছে।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।