অমর্ত্য সেনকে খোঁচালেন মোদি


প্রকাশিত: ০৩:২৪ এএম, ০২ মার্চ ২০১৭

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতে ১ হাজার এবং ৫শ রুপির নোট বাতিলের সমালোচনার করার পর এক অনুষ্ঠানে নাম উল্লেখ না করে তাকে খোঁচা মেরে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেছেন, হার্ভাডের চেয়ে হার্ড ওয়ার্ক বেশি কাজের।

নোট বাতিলের প্রভাবে ভারতের প্রবৃদ্ধি হ্রাসের যে আশঙ্কা অর্থনীতিবিদরা করেছিলেন তা ভুল প্রমাণিত হওয়ার পরই এমন জবাব এলো মোদির কাছ থেকে।

মোদি বলেন, হার্ভার্ড, অক্সফোর্ডের বড় বড় অর্থনীতিবিদরা এর (নোট বাতিলের) সমালোচনা করেছেন...তারা ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রবৃদ্ধির হার ২ শতাংশ, এমনকি ৪ শতাংশ কমে যাবে..,কিন্তু দেশবাসী দেখেছে হার্ভার্ডরা কিভীবে চিন্তা করে আর ‘হার্ড ওয়ার্ক’ কিভাবে চিন্তা করে।

বুধবার উত্তর প্রদেশের মহারাজগঞ্জে এৎক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘একদিকে রয়েছে কিছু মানুষ যারা হার্ভার্ডের নামে কথা বলেন, আরেকদিকে রয়েছে দরিদ্র এক মায়ের সন্তান, যে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা বদলে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।