কেঁপে উঠলো পাকিস্তান


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের উত্তরাঞ্চল। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।

দেশটির জাতীয় দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে বলছে, ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, পাকিস্তানের পেশওয়ার, চিত্রাল, সোয়াত, অ্যাবোটাবাদ, হরিপুর, বাজাউর অ্যাজেন্সি, নাথিয়া গালি, কোহিস্তান, মানসেহরা, বুনার ও এর আশপাশের জেলায় ভূমিকম্প আঘাত হেনেছে। মিরপুর ও আজাদ কাশ্মিরও কেঁপে উঠেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তানে; ১০ কিলোমিটার গভীরে।  

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।