পরিবেশগত ছাড়পত্রের আবেদন অনলাইনে
পরিবেশগত ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদনের কার্যক্রম শুরু করেছে পরিবেশ অধিদফতর। বুধবার থেকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে। পরিবেশ অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর এটুআই প্রকল্পের ইনোভেশন ফান্ডের সহযোগিতায় এ কার্যক্রম শুরু হচ্ছে। ছাড়পত্র সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল, সহজ ও মনিটরিং করা লক্ষ্যে কার্যক্রম চালু করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এ কার্যক্রম উদ্বোধন করবেন।
পরিবেশগত ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদনের ঠিকানা http://www.doe.gov.bd অথবা http://www.doe.gov.bd।
বিএ/এমএস