শ্রীলঙ্কায় প্রিজনভ্যানে হামলায় নিহত ৭


প্রকাশিত: ০৬:১১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

শ্রীলঙ্কায় একটি প্রিজনভ্যানে হামলার ঘটনায় সাতজন নিহত হয়েছে। সোমবার রাজধানী কলম্বোর কাছে একটি প্রিজনভ্যানে বন্দুক হামলা চালানো হয়। এতে পাঁচ বন্দী এবং দুই নিরাপত্তারক্ষী নিহত হয়। গত কয়েক দশকে সবচেয়ে বাজে হামলার ঘটনা এটি।

পুলিশ জানিয়েছে, রাজধানীর কাছ দিয়ে যাওয়ার সময় একটি প্রিজনভ্যান লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারীরা। গোলাগুলির ঘটনায় চার নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

দু’টি আন্ডারওয়ার্ল্ড গ্যাং দলের মধ্যে শত্রুতার জের ধরেই ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে।

প্রিজনভ্যানে করে বন্দীদের আদালতে শুনানির জন্য নেয়া হচ্ছিল। বিগত বছরগুলোতে বিভিন্ন সন্ত্রাসী দলের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।