সার্ক মহাসচিবের দায়িত্ব নিচ্ছেন পাকিস্তানের আমজাদ হোসেন


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

অবশেষে দূর হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) নতুন মহাসচিব নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতা। নতুন মহাসচিব নিয়ে ভারত সম্মতি দেয়ায় জটিলতা কেটে গেছে। আগামীকাল বুধবার পাকিস্তানের কূটনীতিক আমজাদ হোসেন সিয়াল সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন। আজ মঙ্গলবার সার্কের বিদায়ী মহাসচিব নেপালি কূটনীতিক অর্জুন বাহাদুর থাপার মেয়াদ শেষ হচ্ছে।

সার্কের রীতি অনুযায়ী সদস্য দেশগুলোর ইংরেজি নামের আদ্যক্ষর অনুযায়ী নেপালের পর পাকিস্তানেরই সার্ক মহাসচিব হিসেবে তার দেশের কাউকে মনোনয়ন দেয়ার কথা।

কিন্তু গত জানুয়ারিতে ভারতের পক্ষ থেকে নেপালে সার্ক সচিবালয়কে পাঠানো কূটনৈতিক বার্তায় সার্কের নতুন মহাসচিব নিয়োগে আপত্তি  জানায়। ওই বার্তায় বলা হয়, নিয়োগ প্রক্রিয়া সার্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অনুমোদিত হতে হবে।

এ প্রেক্ষিতে সার্ক মহাসচিবের পদটি শূন্য থাকার আশঙ্কা সৃষ্টি হয়। কারণ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি পাকিস্তানে হওয়ার কথা ছিল।  আর পাকিস্তানে ওই বৈঠকে যেতে অনেক দেশ অসম্মতি জানিয়েছিল।

জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।