গাজায় বিমান হামলা চলবেই : নেতানিয়াহু
গাজায় ইসরায়েলের বিমান হামলা চলবেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার নিয়ন্ত্রক হামাসের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ার পর তিনি এ কথা জানালেন।
ইসরায়েলি বাহিনীর তথ্যের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, বুধবার হামাসের ১৩৭টি রকেট হামলার বিরুদ্ধে তারা ৯২টি বিমান হামলা চালিয়েছে।
তবে হামাস দাবি করছে, গত মঙ্গলবার তাদের সামরিক কমান্ডার মোহাম্মদ দিফকে হত্যা করতেই ইসরায়েল বিমান হামলা চালায়। ওই হামলায় দিফের স্ত্রী-সন্তান নিহত হন।
এদিকে দুই পক্ষের মধ্যে নতুন করে এ লড়াই শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।