মিসিসিপিতে এশিয়ান রেস্তোরাঁয় অভিযানে ৫৫ শরণার্থী আটক


প্রকাশিত: ০৪:৫০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের বেশ কিছু এশিয়ান রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৫৫ শরণার্থীকে আটক করা হয়েছে। গত বুধবার প্রথম অভিযান শুরু হয়। ফেডারেল কর্মীরা পার্ল শহরের একটি চীনা বাফেটে অভিযান চালিয়েছেন।

জ্যাকসনের মিসিসিপি অভিবাসী অধিকার জোটের প্রধান নির্বাহী চান্ডলার বলেছেন, আমরা লোকজনকে বলেছি কি হচ্ছে আমরা কিছুই জানি না। এই মুহূর্তে বাড়ি ফিরে যাওয়াটাই সবচেয়ে ভালো কাজ।

মার্কিন অভিবাসী এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট বুধবার ৫৫ শরণার্থীকে আটক করেছে। কেন্দ্রীয় মিসিসিপির এশিয়ান রেস্তোরাঁয় অভিবাসীদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতেই ওই অভিযান চালানো হয়েছে।

শরণার্থী ও অভিবাসীদের বিরুদ্ধে এমন অভিযানের খবর ছড়িয়ে পড়তেই শরণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, রেস্তোরাঁ মালিক এবং বিভিন্ন দোকানের মালিকরা তাদের রেস্তোরাঁ এবং দোকান-পাট বন্ধ রেখেছেন। নির্মাণকর্মীরাও তাদের কর্মস্থল ত্যাগ করেছেন।

নতুন মার্কিন প্রশাসনের এমন অভিযান শরণার্থীদের মনে ভয় আর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করেছেন ইমিগ্রেসন অ্যাটর্নি রামিরো ওরোজকো। আতঙ্কের কারণে লোকজন কর্মক্ষেত্রেও যাচ্ছেন না এমনকি শিশুদেরও স্কুলে পাঠানো হচ্ছে না।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।