শাহজালালে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান


প্রকাশিত: ১১:৪০ এএম, ০৭ এপ্রিল ২০১৫

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের নোজ-হুইল ভেঙে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

সিভিল অ্যাভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি) গ্রুপ ক্যাপ্টেন নাজমুল আনাম বলেছেন, মঙ্গলবার বিকেলে বিমানটি রানওয়েতে নামে। সামনের চাকা রানওয়ে ছোঁয়ার পরপরই প্লেনটির নোজ হুইল ভেঙ্গে যায়। ফলে রানওয়েতেই এটি বিকল হয়ে পড়ে।

তিনি জানান, এই দুর্ঘটনার কারণে ৩৮ মিনিট রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত প্লেনটি সরিয়ে নিলে সোয়া ৫টার দিকে রানওয়ে ক্লিয়ার হয়।

একে /আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।