যুক্তরাষ্ট্রে আবারও মসজিদে অগ্নিসংযোগ


প্রকাশিত: ১১:১১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই দেশটিতে ঘৃণা ও বিদ্বেষমূলক অপরাধের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে চলেছে। ট্রাম্প যুগের এক মাসের কিছুদিন অতিবাহিত হতে না হতেই দেশটিতে মুসলিমদের একটি মসজিদ দুর্বৃত্তের আগুনে পুড়লো।

ফ্লোরিডা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলছে, শুক্রবার মাঝ রাতের দিকে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফ্লোরিডার টাম্পা এলাকার ইসলামিক সেন্টার পুড়িয়ে দেয়ার এক বছরের কম সময়ের মধ্যে তৃতীয় বারের মতো মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।

হিলসবরো কাউন্টি ফায়ার সার্ভিসের মুখপাত্র কোরি ডায়ারডর্ফ বলেন, দারুস সালাম মসজিদের স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম কল পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। শুক্রবার রাত ২টার দিকে ওই মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিউ টাম্পা এলাকার দারুস সালাম মসজিদটি ইসলামিক সোসাইটি অব নিউ টাম্পা নামেও পরিচিত।

mosque

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্য-উপাত্তের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে এটি অগ্নিসংযোগ। ফ্লোরিডার অামেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের (সিএআইআর) মুখপাত্র উইলফ্রেডো রুইজ বলেন, এটি উদ্বেগের যে, আমাদের সম্প্রদায় আরও একটি হেইট ক্রাইমের শিকার হয়েছে। 

অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার ওই মসজিদে জুমআর নামাজ আদায় করতে পারেননি স্থানীয় মুসলিমরা। ফ্লোরিডার অামেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল (সিএআইআর) মসজিদের অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিতে ৫ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা দিয়েছে।

সিএআইআর’র নির্বাহী পরিচালক হাসান শিবলি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা সন্ত্রাসী হামলা উল্লেখ করে এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কথা বলার আহ্বান জানিয়েছেন।

tumpa

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার এক সপ্তাহ পর ভিক্টোরিয়া ও টেক্সাসে দুটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া গত মাসের শুরুর দিকে ওয়াশিংটনের বেলভ্যুতে একটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। গত বছরের জুলাই ও আগস্টে টাম্পা এলাকার আরও পাঁচটি মসজিদে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিকে নিউ টাম্পার ওই মসজিদ পুনর্নির্মাণের জন্য একটি গ্রুপ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সাড়ে ১১ হাজার মার্কিন ডলার অর্থ সংগ্রহ করেছে। ৪০ হাজার মার্কিন ডলার অর্থ সহায়তা তোলার লক্ষ্যে ওই গ্রুপটি কাজ করছে।

সূত্র : দ্য হাফিংটন পোস্ট।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।