দুবাইয়ে খাদ্য প্রদর্শনীতে থাকছে বাংলাদেশের ৩৫ প্রতিষ্ঠান


প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

গালফভুক্ত দেশগুলোর আয়োজনে গালফফুড ২০১৭ অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে মার্চ মাসের ২ তারিখ পর্যন্ত দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডিডব্লিউটিসি) খাদ্য প্রদর্শনীতে বিভিন্ন দেশ অংশ গ্রহণ করছে।

এই প্রদর্শনীতে বাংলাদেশের ৩৫টি কোম্পানী নিজেদের বিভিন্ন ধরনে খাবার, পানীয় প্রদর্শন করবে। বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (বিইপিবি) অধীনে এসব প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল এস বদরিউজ্জামান শনিবার এক বিবৃতিতে জানান, বিদেশী ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে আন্তর্জাতিক মানের এই প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রক্রিয়াজাত এবং স্বাস্থ্যকর খাবার, মাছ এবং সবজির বিভিন্ন আইটেম প্রদর্শন করবে।  

Gulfood

দুবাইয়ে ওই প্রদর্শনী শুরু হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বদরিউজ্জামান। ওই সংবাদ সম্মেলনে বাণিজ্যিক উপদেষ্টা ড. এ কে এম রফিক আহাম্মেদ, শ্রম উপদেষ্টা এ এস এম জাকির হোসেইন, বিইপিবির পরিচালক গোলাম ফারুকসহ বেশ কয়েকজন কর্মকর্তা এবং দুবাইয়ে অবস্থানরত বেশ কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

প্রদর্শনী সম্পর্কে রফিক আহাম্মেদ বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সবচেয়ে বড় মাছ রপ্তানিকারক দেশ। গত অর্থ বছরে দেশটি আরব আমিরাতে ৬শ মিলিয়ন ডলারের মৎজাত পণ্য রপ্তানি করেছে। বৈশ্বিক বাজারে দেশটি কৃষি এবং সামুদ্রিক পণ্য রপ্তানি আরো বাড়ানোর বিষয়ে আশাবাদী।

১১৮টি দেশে খাদ্য রপ্তানী করছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, বাহরাইন, কাতার, কুয়েত, অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশে খাদ্য পণ্যের বড় বাজার তৈরি হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।