বৈশাখের গানে দুই ক্লোজআপ তারকা


প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৭ এপ্রিল ২০১৫

এই প্রথম বৈশাখী গানে কণ্ঠ দিলেন প্রথম ক্লোজআপ ওয়ান তারকা লোপা হোসাইন ও মেহরাব।
 
‘বৈশাখ এলো বাংলার ঘরে’ শিরোনামে গানটি লিখেছেন নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ।

গত ৬ এপ্রিল লালমাটিয়া রেজয়ানের ষ্টুডিও’তে গানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

জিয়াউদ্দিন আলমের আয়োজনে পহেলা বৈশাখে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ‘গান মেলায়’ প্রকাশিত হবে মিক্সড অ্যালবাম ‘কিছু প্রত্যাশা’।

গানটি গাওয়া প্রসঙ্গে মেহরাব বলেন, ‘এ গানের কথাগুলো খুব সুন্দর। বৈশাখের তো অনেক গান হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এ গানটা আলাদা হবে। গানের সুরটা একটু ওয়েষ্টার্ন প্যাটার্নের। তবে বাঙ্গালিয়ানার ভাবটাও রাখা হয়েছে। আর খুব ভালো একজন সঙ্গীতশিল্পী লোপা। আমরা ২০০৫ সালে একসাথে পথচলা শুরু করেছিলাম। আশা করছি আমাদের এ গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।’

অন্যদিকে লোপা বলেন, ‘অনেকদিন ধরেই ইচ্ছে ছিল বৈশাখ নিয়ে গান গাওয়ার। অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেলো। মেহরাব আমার খুব প্রিয় ছোট ভাই। ওর সাথে গাইতে পেরে ভালো লাগছে। এবার শ্রোতারা গানটি ভালোবাসলেই আমরা ধন্য হবো।’

নতুন এ গানটির মিউজিক ভিডিও বৈশাখের আগেই বাজারে আসবে বলে জানান লোপা ও মেহরাব। গানটি মিউজিক ভিডিও পরিচালনা করবেন জিয়াউদ্দিন আলম।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।