খিলক্ষেতে বোমা ও সরঞ্জামসহ আটক ৩


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৭ এপ্রিল ২০১৫

রাজধানীর খিলক্ষেত থানাধীন বনরুপা আবাসিক এলাকা থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত ১১টার দিকে খিলক্ষেতের আবাসিক প্রকল্পের মেইন গেইট সংলগ্ন মসজিদের দক্ষিণ পাশে রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বোমা তৈরির মূল কারিগর মো. আ. হাসিম (২৭), খিলক্ষেত থানা জাসাস সভাপতি মো. সেলিম চৌধুরী (৪৭) ও যুবদলকর্মী মেহেদী হাসান ওরফে সুমন ফকির (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সহকারি কমিশনার (এসি) মাহমুদ নাসের জনি। তিনি জানান, আটককৃতদের কাছ থেকে ৯টি তাজা বোমা, বোমা তৈরির সাদা পাউডার, জর্দার খালি কৌটা ৩৫টি ও স্কচটপ উদ্ধার করা হয়।

জেইউ/এআরএস/বিএ/বিএপিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।