২৭ বছর পর ইরাকে সৌদি মন্ত্রীর সফর


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর শনিবার ইরাকের রাজধানী বাগদাদে আকস্মিক সফর করেছেন। গত ২৭ বছরের ব্যবধানে এই প্রথম সৌদির কোনো মন্ত্রী ইরাক সফর করলেন।

আল জুবেইরের এই সফরের মাধ্যমে সৌদি আরব এবং ইরাকের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতিরি উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

১৯৯০ সালের পর এই প্রথম সৌদির কোনো মন্ত্রী সরকারি সফরে ইরাকে ভ্রমণ করলেন। এক বিবৃতিতে আল জুবেইর বলেন, ‘সৌদি আরব এবং ইরাকের মধ্যে একটি উত্তম সম্পর্ক স্থাপনের আশা করছি।’

চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দু’দেশের মধ্যে বিনিয়োগ এবং বাণিজ্যের আগ্রহ তৈরি হয়েছে।

এই সফরে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইবরাহিম আল জাফারির এবং প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে সাক্ষাৎ করেছেন আল জুবেইর। ওই সাক্ষাতে ইরাকে একজন নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।