চীনে বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ন্যানচাং শহরের একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালের দিকে ছড়িয়ে পড়া আগুনে প্রাথমিকভাবে তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হোটেলে আরো অনেকেই আটকা পড়ায় হতাহতের পরিমাণ আরো বাড়তে পারে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
 
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, হোটেলে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ১৪জনকে উদ্ধার করা হয়েছে। আরো অনেকেই হোটেলে আটকা পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের একটি ফুটেজে দেখা যায়, জিয়াংজি প্রদেশের এইচএনএ প্লাটিনাম মিক্স হোটেল থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

স্থানীয় গণমাধ্যমের সর্বশেষ খবরে বলা হচ্ছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এছাড়া ভবনে আটকা পড়াদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে আইন-শৃঙ্খলাবাহিনী।

সূত্র: চায়না ডেইলি, এনডিটিভি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।