ইরাকে মার্কিন বিমান হামলায় আইএস সদস্যসহ নিহত ৩০
ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা ও সংঘর্ষে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। সালাউদ্দিন ও আনবার প্রদেশে সোমবার এই হতাহাতের ঘটনা ঘটে।
নিরাপত্তাবাহিনীর সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। খবরে বলা হয়, নিহতদের মধ্যে আট জন নিরাপত্তাকর্মীও রয়েছেন।
সালাউদ্দিন প্রদেশের মাজরা গ্রামে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন ১৩ আইএস জিহাদি। একই প্রদেশের সামারা শহরে আইএসের সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর আট সদস্য নিহত হন। আহত হন আরও ১৩ জন।
অন্যদিকে আনবার প্রদেশে বিমান হামলায় নিহত হয়েছেন আইএসের নয় যোদ্ধা। আহত হয়েছেন অন্তত আরও ১৪ জন।
এসআরজে