দাঁড়ানো যাত্রী নিয়ে বিমান গেল পাকিস্তান থেকে মদিনা


প্রকাশিত: ০৩:১৯ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

আসনের চেয়ে বেশি সংখ্যক যাত্রী তুলে সাতজনকে দাঁড়ানো অবস্থায় রেখে পাকিস্তান থেকে একটি বিমান উড়ে গেছে মদীনায়। দেশটির সংবাদমাধ্যম ডন ঘটনাটি ফাঁস করে দিলে এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

বিবিসির খবরে বলা হয়েছে, পাকিস্তান ইন্টাররন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ঘটনাটি তদন্ত করে দেখছে।

এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, গেল ২০ জানুয়ারি এ ঘটনা ঘটে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত যাত্রীদের বোর্ডিং পাস স্বয়ংক্রিয় পদ্ধতিতে নয় বরং হাতে লিখে ইস্যু করা হয়েছিল।  

বিশেষজ্ঞরা বলছেন, জরুরি পরিস্থিতিতে এই যাত্রীরা আগে বিপদে পড়বেন। হঠাৎ যদি অক্সিজেন মাস্কের প্রয়োজন হয় তারা তা পাবেন না।

পিআইএ-এর বিরুদ্ধে এই প্রথম এমন অভিযোগ উঠল।

২০ জানুয়ারি করাচি থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমা্নটিতে ৪১৬ জন যাত্রী ছিলেন। তবে বোয়িং ৭৭৭ বিমানটিতে স্টাফদের আসন ধরে মোট আসন ছিল ৪০৯টি।

গেল ডিসেম্বরে পিআইএ-এর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ জন মারা যান।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।