মাদক ব্যবসায়ীদের মোটরসাইকেল চাপায় পুলিশ নিহত


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

যশোরে মাদক ব্যবসায়ীদের মোটরসাইকেলের চাপায় পুলিশ কনস্টেবল ইসমাইল মুন্সি (৫৫) নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার দোগাছিয়া কলেজের অদূরে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন যশোর সদর উপজেলার সাঁজিয়ালি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরের রামনগর এলাকায়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, মোটরসাইকেলে একদল মাদক বিক্রেতা ফেনসিডিল বহন করে নিয়ে আসছেন এমন খবরে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার দোগাছিয়া কলেজের অদূরে সাঁজিয়ালি পুলিশ ফাঁড়ির কনেস্টবল ইসমাইল হোসেনসহ কয়েকজন পুলিশ তল্লাশি চালাচ্ছিলেন। এসময় মাদকবহনকারী মোটরসাইকেল ইসমাইলকে চাপা দিলে তিনি মাথায় মারাত্মক আঘাত পান।

তাকে প্রথমে যশোর পুলিশ লাইন হাসপাতালে এবং পরে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেয়া হচ্ছিলো। পথিমধ্যে বেলা সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।