দেশের জন্য গাধার মতো খাটেন মোদি


প্রকাশিত: ১২:০১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মোদিকে ইঙ্গিত করে ব্যঙ্গ মন্তব্য করেছিলেন। গুজরাটের পর্যটনসংক্রান্ত
বিজ্ঞাপন নিয়ে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন।  বিজ্ঞাপনের একটি অংশে গাধাকে দেখানো হয়।

ওই বিজ্ঞাপনের কথা উল্লেখ করে অখিলেশ বলেন, ‘মহানায়কের কাছে আমার অনুরোধ, গুজরাটের গাধাদের বিজ্ঞাপন করবেন না’

তিনি আসলে কাকে গাধা বলেছিলেন সেটা স্পষ্ট করেননি। তবে এটা যে প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করে করা হয়েছে তা বুঝতে বাকি ছিল না।

এর জবাব দিতে গিয়ে বাহরাইচে এক সভায় মোদি জানান, দেশবাসীর জন্য তিনি গাধার মতোই খাটছেন। বিশ্বস্ত, পরিশ্রমী ওই প্রাণীটির কাছ থেকে তিনি অনুপ্রেরণা পান।

মোদি বলেন, ‘অখিলেশ যাদব বোধহয় কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা গাধাদের ভয় পান। তিনি বোধহয় জানেন না যে, গাধার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। প্রভুভক্ত প্রাণীটির পরিশ্রম দেখে আমি তো অনুপ্রেরণা পাই। আমি গাধার মতোই ১২৫ কোটি দেশবাসীর জন্য খাটি। ’  

অখিলেশকে কিছুটা উপদেশের স্বরে মোদি বলেন, ‘গাধা বোঝা নেওয়ার সময়ে বৈষম্য করে না। যারা দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে থাকে, তারাই বৈষম্য করে।’

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।