জার্মানিতে আশ্রয় চেয়েছে তুরস্কের ১৩৬ কূটনীতিক


প্রকাশিত: ১১:০৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

জার্মানিতে আশ্রয় চেয়েছে তুরস্কের ১৩৬ কূটনীতিক। জার্মানির তরফ থেকে জানানো হয়েছে, তুরস্ক থেকে জার্মানিতে আশ্রয়ের জন্য এ পর্যন্ত ১৩৬টি আবেদন এসেছে। এদের মধ্যে অধিকাংশই কূটনৈতিক পাসপোর্টধারী। খবর বিবিসির।

গত বছরের জুলাইয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ব্যর্থ প্রচেষ্টার পর থেকেই দেশটি থেকে জার্মানিতে আশ্রয়ের জন্য আবেদন জানানো হয়।

গত বছরের আগস্ট থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত এসব আবেদন এসেছে। এদিকে, তুরস্কের তরফ থেকে জার্মান সরকারকে কোনো সেনা সদস্যের আবেদন গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।

অপরদিকে, গ্রিসে আশ্রয়ের জন্যও আবেদন জানিয়েছেন দুই তুর্কি সেনা।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।