জয়ললিতার জরিমানা পরিশোধ করবেন ভাইয়ের ছেলে


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা। তাকে ১০০ কোটি টাকা জরিমানা করেন সুপ্রিম কোর্ট।

জয়ললিতার মৃত্যুর পর তার এই জরিমানা কে শোধ করবেন তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। অবশেষে ঋণ নিয়ে সেই জরিমানা মিটিয়ে দেবার অঙ্গীকার করেছেন জয়ললিতার ভাইয়ের ছেলে দীপক জয়কুমার।

এদিকে জেলে যাওয়ার আগে টিটিভি দিনাকরণকে এডিএমকের সহ সাধারণ সম্পাদক নিয়োগ করেন শশিকলা। এ সম্পর্কে দীপক বলেন, এই পদে একেবারেই যোগ্য নন তিনি। বরং দলের অন্তর্কলহ মেটাতে পনিরসেলভামকেই এই দায়িত্ব দেয়া যেত।

২০১১ সালে দল থেকে শশীকলাকে বের করে দেন আম্মা। পরে প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় কেবল শশিকলাকে দলে ফেরান জয়ললিতা। দিনাকরণকে তিনি ফেরাননি অথচ তাকেই ফিরিয়ে এনে সহ-সাধারণ সম্পাদক পদে বসিয়ে দেওয়া হল কেন সেই প্রশ্ন তুলেছেন দীপক।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।