টরন্টো শহরে তাপমাত্রার রেকর্ড


প্রকাশিত: ০৯:০০ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

কানাডার ওন্টারিও প্রদেশের রাজধানী টরন্টো শহরে ১৯৮৪ সালের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে বৃহস্পতিবারের তাপমাত্রা। টরন্টো শহরের বাসিন্দারা গতকাল একটি ঝকঝকে, সুন্দর দিন কাটিয়েছেন। কিন্তু সেদিনের তাপমাত্রা বিগত বছরগুলোর ফেব্রুয়ারির তাপমাত্রার রেকর্ডকে অতিক্রম করেছে।  

বসন্তের এই সময়ে গতকাল ওই শহরের তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরে অবশ্য সন্ধ্যা নাগাদ তাপমাত্রা কমে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে তাপমাত্রা রেকর্ড করেছিল। সেসময় ওই বছরের ফেব্রুয়ারির ৩ তারিখে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৩৮ সাল থেকে টরন্টো শহরের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। ১৯৮৪ সালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত শনিবার শহরের তাপমাত্রা আগের রেকর্ড ভেঙেছিল। ২০১১ সালের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গত শনিবারের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।