সৌদিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় পুলিশ সদস্য নিহত


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

সৌদি আরবে ইমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং এক ভারতীয় আহত হয়েছে। ইয়েমেনের সীমান্ত থেকে ওই হামলা চালানো হয়েছে।

আসির শহরের বেসামরিক নিরাপত্তা অধিদপ্তরের মুখপাত্র কর্নেল মোহাম্মেদ আল আসিমি জানিয়েছেন, হুথি বিদ্রোহীরা সামরিক প্রজেক্টাইল দিয়ে আসির শহরের দক্ষিণাঞ্চলীয় আবাসিক এলাকা দাহরান আল জানোবে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় হামলা চালিয়েছে।  

আল আসিমি আরো জানিয়েছেন, হুথিদের হামলায় নিহত মুবারাক বিন সালেহ আল কাহতানি নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি ধাহরান আল জানোব এলাকার আদালত ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

হামলায় আহত ভারতীয় নাগরিককে ধাহরান আল জানোব হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হামলায় বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।