যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রকৌশলীকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৬:১৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রে দেশ ছাড়ার হুমকি দিয়ে একের পর এক গুলি চালিয়ে ভারতীয় এক প্রকৌশলীকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক ভারতীয়।  

নিহত শ্রীনিবাস কুচিভোতলা (৩২) হায়দরাবাদের বাসিন্দা। কানসাসের গার্মিন ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন তিনি। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে অলোক মাদাসানি নামের এক বন্ধুর সঙ্গে কানসাসের ওলাথের স্থানীয় একটি বারে যান তিনি। তার বন্ধু অলোকও পেশায় প্রকৌশলী।

হঠাৎ করেই এক ব্যক্তি ওই বারে ঢুকে তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুড়তে শুরু করে। সেসময় ওই আততায়ী চিৎকার করে বলতে থাকে, ‘আমাদের দেশ থেকে বেড়িয়ে যাও’।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সাবেক নৌ কর্মকর্তা অ্যাডাম পুরিনটন নামের ওই ব্যক্তির ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে শ্রীনিবাসের। গুরুতর আহত হয়েছেন অলোক। তাদের বাঁচাতে এসে গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দা ল্যান গ্রিলট। আশঙ্কাজনক অবস্থায় অলোক ও গ্রিলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পাঁচ ঘন্টা পর মিসৌরি এলাকা থেকে গ্রেফতার করা হয় অ্যাডামকে। শ্রীনিবাসের মরদেহ ভারতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় টুইট করে শ্রীনিবাসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে অন্যান্য দেশের নাগরিকদের প্রতি একের পর এক হামলার ঘটনা ঘটছে। নতুন অভিবাসন নীতি আদালতে বড় ধাক্কা খেলেও পিছিয়ে আসার সম্ভাবনা নেই ট্রাম্পের। বরং তিনি আরো কঠোর নীতি আনার পরিকল্পনা করছেন।

হায়দরাবাদের জহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্নাতক গ্রহণ করেন শ্রীনিবাস। এরপর উচ্চশিক্ষার জন্য টেক্সাসে পাড়ি দিয়েছিলেন। সেখানে পড়াশুনা শেষে ২০১৪ সালে কানসাসের জিপিএস কোম্পানিতে কাজে যোগ দিয়েছিলেন শ্রীনিবাস।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।