আসাদের সঙ্গে মুখোমুখি বসতে চায় সিরীয় বিদ্রোহীরা


প্রকাশিত: ০৫:০৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করতে চায় বিদ্রোহীরা। জেনেভায় নতুন শান্তি আলোচনা শুরুর আগে বিদ্রোহীদের পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়েছে।

বিদ্রোহীদের প্রধান জোট এইচএনসির মুখপাত্র সালেম আল-মেসলেত এএফপিকে বলেছেন, আমরা সরাসরি আলোচনা করার প্রস্তাব দিয়েছি।

তিনি আরো বলেছেন, শান্তি আলোচনায় আমরা সত্যিকার একটা অংশীদার চায়, এমন কাউকে চায় না যে শুধু সময় নষ্ট করবে।

এইচএনসিতে ৩০টিরও বেশি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন রয়েছে।

সূত্র: আল-আরাবিয়া।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।