মসুল বিমানবন্দরের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে নিরাপত্তা বাহিনী
মার্কিন সমর্থিত ইরাকি বাহিনী অভিযান চালিয়ে মসুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে মসুলের পশ্চিমাঞ্চলের অর্ধেক এলাকার নিয়ন্ত্রণে নিয়েছে নিরাপত্তাবাহিনী।
বৃহস্পতিবার সকালের দিকে ইরাকের কাউন্টার টেররিজম সার্ভিস (সিটিএস) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এলিট ফোর্স র্যাপিড রেসপন্সের সদস্যরা মসুল বিমানবন্দরে অভিযান চালিয়েছে।
একই সঙ্গে বিমানবন্দরের পাশের গজলানি মিলিটারি কমপ্লেক্সেও অভিযান চালায় আইন-শৃঙ্খলাবাহিনী। সিটিএসের মুখপাত্র সাবাহ আল-নুমান রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছে।
ইরাকের ইরবিল থেকে আল-জাজিরার প্রতিনিধি ওসামা বিন জাভেদ বলেন, প্রথম দফায় শহরের পশ্চিমাঞ্চলের দিকে ইরাকি বাহিনীর এ অভিযান বড় ধরনের অর্জন। শহরে পশ্চিমাঞ্চলের ওই এলাকার আয়তন প্রায় ৩০ কিলোমিটার।
তারা বলছেন, শহরের প্রধান দুটি ভবন ধ্বংস করেছে আইএস। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ মসুল বিমানবন্দরের প্রবেশপথ বরাবর স্থান থেকে বেশ কিছু গাড়ি বোমা উদ্ধার করা হয়েছে।
২০১৪ সালের জুন থেকে বাগদাদ-মসুল মহাসড়কের কাছের ওই এলাকা আইএসের দখলে রয়েছে। বিমানবন্দর ও মিলিটারি কমপ্লেক্সে সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র ও ব্যারাক রয়েছে।
মসুল থেকে আইএসকে বিতাড়িত করতে ইরাকি নিরাপত্তা বাহিনী আনুষ্ঠানিকভাবে অভিযান শুরুর কয়েকদিন পর বিমানবন্দর এলাকার নিয়ন্ত্রণ নেয়ার কথা জানালো দেশটির নিরাপত্তাবাহিনী।
এসআইএস/জেআইএম