যুক্তরাষ্ট্র থেকে ফিরতে হচ্ছে ভারতীয় তিন লাখ কর্মীকে


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত তিন লাখেরও বেশি ভারতীয় কর্মীকে দেশে ফেরত পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রের এইচওয়ান-বি অভিবাসন ভিসায় যাওয়া বিভিন্ন দেশের অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে নতুন আইনের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই সেদেশে বসবাসকারী ভারতীয় অভিবাসীদের বিতাড়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কাছে ‘এইচওয়ান-বি’ ভিসার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন হোমল্যান্ড সিকিওরিটি দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অবৈধ বসবাসকারী’দের জন্য একটি আইন আসছে।

এর আগে নির্বাচনী প্রচারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বার বার অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর  অঙ্গীকার করেছিলেন। ক্ষমতায় এসেই সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। তবে ট্রাম্পের এই আদেশ আদালত স্থগিত করায় ভিন্ন পথে হাঁটতে যাচ্ছে মার্কিন প্রশাসন।

ক্ষমতায় এসে ‘এইচওয়ান-বি’ ভিসা আইনে বড়সড় রদবদল ঘটানোর কথা জানান তিনি। ‘এইচওয়ান-বি’ ভিসার ভরসাতেই এতদিন যুক্তরাষ্ট্রের টিসিএস, উইপ্রো, ইনফোসিসের মতো তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা। এই ভিসার সুযোগ নিয়ে তাদের সংস্থা চালানোর জন্য দক্ষ অথচ সুলভ ভারতীয় কর্মীদের যুক্তরাষ্ট্রে নিয়ে যেতেন ভারতের সামনের সারির তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রের কর্ণধাররা।

এদিকে নতুন আইন আনার ঘোষণা দেয়ায় টিসিএস, উইপ্রো, ইনফোসিসের মতো ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর কর্ণধাররা ট্রাম্পের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মঙ্গলবার ভারত সফরে আসা মার্কিন কংগ্রেসের দু’টি প্রতিনিধিদলের সদস্যদের কাছেও প্রধানমন্ত্রী মোদি পুরো বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান।

মার্কিন হোমল্যান্ড সিকিওরিটি দফতরের বিজ্ঞপ্তিতে ‘এইচওয়ান-বি’ ভিসার উল্লেখ করা হয়নি। তবে এতে বলা হয়েছে, পর্যাপ্ত নথিপত্র নেই, এমন ‘অবৈধ বসবাসকারী’দের কথা।

আমেরিকায় এই মুহূর্তে ‘অবৈধ বসবাসকারী’ বিদেশির সংখ্যা এক কোটি দশ লাখ। এদের মধ্যে ভারতীয় অভিবাসী প্রায় তিন লাখ।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।