সৌদিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় চার পাকিস্তানি আহত


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় চার পাকিস্তানি আহত হয়েছেন।

নাজরানের বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাপণা দপ্তরের ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুল্লাহ আল ফারি জানিয়েছেন, নাজরান শহরকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে চলতি মাসের মাঝামাঝিতে সৌদির খামেস মুসাইয়েতের আসির এলাকায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র হামলা পরাস্ত করে সৌদির বিমান প্রতিরক্ষা বাহিনী। ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

চলতি মাসের প্রথম দিকে রাজধানী রিয়াদেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। রিয়াদে প্রথমবারের মতো ওই হামলা চালানো হয়।

ইয়েমেনে সৌদি হামলার প্রতিশোধ নিতেই বার বার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে সেনাবাহিনী।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।