ইরাকের ইয়াজিদি শরণার্থীদের আশ্রয় দেবে কানাডা


প্রকাশিত: ০৭:২৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলা আর ধ্বংসযজ্ঞের শিকার বহু বেসামরিক নাগরিক। আইএস আতঙ্কে দিন কাটাচ্ছে হাজার হাজার ইরাকি।

দেশটিতে জঙ্গিদের হাতে নির্যাতনের শিকার ইয়াজিদি শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে কানাডা। ইতোমধ্যেই ৪শ শরণার্থীকে কানাডায় আশ্রয় দেয়া হয়েছে।

কানাডীয় অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেইন মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়াজিদি শরণার্থীদের নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে গত কয়েক মাসে আইএসের হাত থেকে বেঁচে যাওয়া অনেককে কানাডায় পুনর্বাসনের জন্য নিয়ে আসা হয়েছে।  

ইরাক থেকে শরণার্থী গ্রহণের এই প্রক্রিয়া গত বছর অক্টোবরের শেষের দিক থেকে শুরু হয়েছে। চরম নির্যাতনের শিকার ১২শ ইয়াজিদি শরণার্থী ও তাদের পরিবারের সদস্যদের কানাডায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

ইরাকে আইএসের হাতে গণহত্যার সম্মুখীন ইয়াজিদিদের গ্রহণে পার্লামেন্টে একটি প্রস্তাব পাসের পরই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।