কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত সরকারী কর্মকর্তার ছেলে
কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় ১৪৮ জন নিহতের ঘটনায় জড়িতদের একজন দেশটির এক সরকারী কর্মকর্তার ছেলে। রোববার কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মুয়েন্ডা জোকা জানান, সোমালিয় রক্তের কেনিয়ার জাতীয়তাধারী আব্দিরাহিম আব্দুল্লাহি এই হামলার চার প্রধান সন্দেহভাজনের একজন। দেশটির উত্তরাঞ্চলে সোমালিয়ার সীমান্তবর্তী শহর মান্ডেরার এক সরকারী কর্মকর্তার ছেলে তিনি।
আব্দুল্লাহির বাবা পুলিশকে জানান, ঘটনার দিন থেকে তার ছেলে নিখোঁজ রয়েছে। তিনি এই বিষয়ে পুলিশকে সহযোগিতাও করছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জানা যায়, আব্দুল্লাহি নাইরোবির অত্যন্ত মেধাবী একজন আইনের ছাত্র ছিলেন। ২০১৩-তে স্নাতক পাশ করার পর তিনি আল শাবাব জঙ্গি গোষ্ঠিতে যোগ দেন বলে সরকারের কাছে তথ্য আছে।
এদিকে ইস্টার সানডেতে খ্রিষ্টান ধর্মানুসারীদের জমায়েতকে কেন্দ্র করে কেনিয়ার গীর্জাগুলোতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার বোমা হামলার আশঙ্কায় মোম্বাসার একটি গীর্জা খালিও করে ফেলা হয়।
এসআরজে