ইয়েমেন থেকে উদ্ধার পেলেন ৩ বাংলাদেশি


প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

ভারতীয় নৌবাহিনীর সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের আল হুদায়রা শহর থেকে আটকে পড়া তিন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া বাংলাদেশিদের পরিচয় জানা যায়নি।

ওই তিন বাংলাদেশি বর্তমানে আফ্রিকার দেশ জিবুতিতে নিরাপদে আছেন।

রোববার ( ৫ এপ্রিল) বিকেলে ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি আরো জানান, খুব শিগরিই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বর্তমানে ওমানে অবস্থান করছেন। সেখান থেকেই ফেসবুকে স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি।

এর আগে শনিবার ইয়েমেনের বন্দরনগরী এডেন থেকে ৪৪১ জন প্রবাসী নাগরিককে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। উদ্ধারকৃত ৪৪১ জনের মধ্যে ২৬৫ জন ভারতের নাগরিক। বাকি ১৭৬ জন ১৭টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস মুম্বাইয়ের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।