জাতীয় সংগীত গেয়ে বাংলাদেশের রেকর্ড ভাঙতে চায় ভারত


প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তোলা বাংলাদেশের রেকর্ড এবার ভাঙতে চায় ভারত।

২৬ মার্চ ২০১৪, স্বাধীনতা দিবসে দেশজুড়ে একইসময়ে একইসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়েছিলেন বাংলাদেশের আড়াই লক্ষেরও বেশি মানুষ। গিনেজ বুকে স্থান পায় এই কীর্তি।

কর্মসূত্রে সেদিন বাংলাদেশে ছিলেন দক্ষিণ কলকাতার সমাজকর্মী উৎপল রায়। এই ভাবনা থেকেই নিজ দেশে ফিরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন তিনি। রাষ্ট্রপতি ভবনের তরফে তাঁর  চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়েছে। বিবেচনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। বাংলাদেশ যা করে দেখিয়েছে, ভারতেও তা করা সম্ভব কি না, আগামী ১৫ আগস্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন তাঁরই সোনার বাংলাকে ছাপিয়ে যেতে পারে কি না- সেই সম্ভাবনাই খতিয়ে দেখছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রক।  আশায় বুক বেঁধেছে ভারতবাসীও।

উল্লেখ্য, বাংলাদেশ আর ভারত- দু’টি দেশের জাতীয় সংগীতই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।