অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে নতুন নির্দেশনা


প্রকাশিত: ০৩:৩১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

অবৈধ অভিবাসী এবং বৈধ কাগজপত্র নেই এমন অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নিরাপত্তা দপ্তর থেকে দুটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা সচিব জন কেলি ঐ নির্দেশনায় কি কি বিষয়ে গুরুত্বের ভিত্তিতে কাজ করতে হবে তা উল্লেখ করেন। অভিবাসীদের ক্ষেত্রে কাদেরকে আগে বহিষ্কার করা হবে তা বাছাই করা, এসব কাজে বাড়তি কর্মী নিয়োগের পরিকল্পনা এবং স্থানীয় কর্তৃপক্ষকে অভিবাসন কর্মকর্তার আওতায় কাজ করার নির্দেশনা অন্তর্ভূক্ত করা হয়েছে।

এই নির্দেশনায় প্রেসিডেন্ট ওবামা প্রতিষ্ঠিত ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল (ডিএসিএ) এর আওতায় যারা পড়েছেন তারা অবশ্য এসব ঝামেলায় পড়বেন না। প্রায় সাড়ে সাত লাখ তরুণ তরুণী যারা বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছেন তারা ডিএসিএর আওতায় রয়েছেন।

এর আগে জন কেলি এক বিবৃতিতে জানিয়েছিলেন, মার্কিন আদালত অভিবাসীদের ওপর ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করায় তারা খুবই অবাক হয়েছেন। পরবর্তীতে ট্রাম্প এ বিষয়ে আরো কঠোর নিষেধাজ্ঞা আনার কথা ভাবছেন বলেও নিশ্চিত করেন কেলি।


নতুন নির্দেশনার অংশ হিসেবে অপরাধের রেকর্ড আছে এমন অনিবন্ধিত অভিবাসীদের প্রথমে টার্গেট করা হবে। সেই সঙ্গে যারা মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কিংবা সামাজিক সুবিধার অপব্যবহার করেছে তাদেরও খুঁজে বের করা হবে।

প্রশাসন বলছে, যারা নিজেদের মিথ্যে পরিচয় দিয়েছে তাদের এবং যাদেরকে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে তাদেরও খুঁজে বের করা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা এবং গ্রীন কার্ডধারীরা যে প্রাইভেসি রাইটস বা ব্যক্তির একান্ত ব্যক্তিগত বিষয়াবলী গোপনীয়তার অধিকার পান অবৈধ অভিবাসীরা তা পাবেন না।

নতুন নির্দেশনা বাস্তবায়ন করতে কর্তৃপক্ষ আরো অতিরিক্ত দশ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা করেছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।