অস্ট্রেলিয়ায় শপিং মলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫


প্রকাশিত: ০৪:২৮ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক শপিং মলে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিমানের যাত্রী বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।     

পুলিশ বলছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির ইঞ্জিনে বড় রকমের ত্রুটির কবলে পড়ে।

বিমানটি যখন শপিং মলটির উপর বিধ্বস্ত হয় তখন সেটি খোলা ছিল না।

ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ড্যানিয়েল এনড্রিউস বলেছেন, আমাদের গত ৩০ বছরের বেসামরিক বিমানের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

শপিং মলটির একটি দোকানের একজন মুখপাত্র বলেন, বিমানটি স্পটলাইট নামে তাদের গুদামের উপর আছড়ে পড়ে। তবে তাদের কর্মচারীরা সবাই অক্ষত আছেন।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।