৫৮১ হজযাত্রীর নাম ঠিকানায় গরমিল


প্রকাশিত: ১০:১৩ এএম, ২০ আগস্ট ২০১৪

নাম ঠিকানায় গরমিল থাকায় এবারও হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ৫৮১ হজযাত্রী। তবে তারা যেসব এজেন্সির মধ্যে হজে যাচ্ছেন সে এজেন্সিগুলোতে ২৬ আগস্টের মধ্যে সব ধরণের ঝামেলা মেটানোর নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে কোন এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পেলেই লাইসেন্স বাতিল করা হবে।

বুধবার জাতীয় সংসদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

কমিটির সভাপতি বজলুল হক হারুণ বলেন, লক্ষাধিক হাজির মধ্যে ৫৮১ জনের নাম ঠিকানায় গরমিল পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট এজেন্সিগুলোতে এ বিষয়ে ঝামেলা মেটানোর নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি, ২৬ আগস্টের মধ্যে তারা এ সমস্যার সমাধান করতে পারবে।

তিনি আরও বলেন, ‘গত বছর ১৪১জন প্রতারণার শিকার হয়ে হজে যেতে পারেননি। এবার ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে তাদেরকে হজে পাঠানোর সম্পূর্ণ উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ৩ জন মারা গেছেন ও দুইজন যেতে পারবেন না বলে জানিয়েছেন। বাকি ১৩৬ জন কেবল বিমানের টিকিট কেটেই হজে যাওয়ার সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী এবার হজ যাত্রীদের নিবিড় তত্ত্বাবধান করবেন বলেও সংবাদ সম্মেলনে বলা হয়। ফলে হাজীরা কোন সমস্যার সম্মুখীন হবে না। আগামী ২৬ আগস্ট ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী প্রথম হজ্ব ফ্লাইটের উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, কমিটি সদস্য নজিবুল বশর মাইজভান্ডারি, এম এ আউয়াল, আমির হোসেন, হাবের সিনিয়র সহ সভাপতি আবুল কবির খান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।