সৌদিতে চাকরি বদলাতে পারবেন গৃহকর্মীরাও


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

সৌদি আরবে এবার গৃহকর্মীরাও চাকরি বদলের সুযোগ পাবেন। ১৩টি পরিস্থিতিতে গৃহকর্মীরা চাকরি পরিবর্তন করতে পারবেন। তারা নিজেদের ইচ্ছামত এক মালিকের কাছ থেকে অন্য মালিকের কাজ নিতে পারবেন। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আলি আল গাফিস এ বিষয়ে একটি আইন অনুমোদন করেছেন।

নতুন এই নীতির মূল লক্ষ্য চাকরির বাজারকে আরো গতিশীল করা এবং গৃহকর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। নতুন এই নীতির মাধ্যমে সুফল পাবেন গৃহকর্মী এবং চালকরা।   

গৃহকর্মীদের বেতন তিন মাস বকেয়া থাকলে, সৌদিতে পৌঁছানোর পর কোনো ধরনের সহায়তা না পেলে, সেখানে পৌঁছানোর পর ১৫ দিনের মধ্যে তাদের আশ্রয়কেন্দ্র থেকে নিতে না পারলে, রেসিডেন্সি পারমিটে ৩০ দিনের বেশি সময় লাগলে, গৃহকর্মীর অনুমতি না নিয়েই তাদের অন্য কোনো নিয়োগকর্তার কাছে নিয়োগ দিলে, কোনো কাজ তাদের স্বাস্থ্য বা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক হলে গৃহকর্মীরা তাদের চাকরি পরিবর্তন করতে পারবেন।

মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, গৃহকর্মী যে পরিবারে কাজ করেন সেখানে তার সঙ্গে নিয়োগকর্তা বা তার পরিবারের সদসরা খারাপ আচরণ করলেও তিনি চাকরির স্থান পরিবর্তন করতে পারবেন।  

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।